নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদর উপজেলার চর সৈয়দপুরের আলোচিত জসিম হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামী দৌলত মেম্বারকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোর রাত ৪টার দিকে ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার বর্ডার এলাকায় এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পিপিএম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
এর আগে ডিবি পুলিশ এ হত্যা মামলার অপর অভিযুক্ত অপর আসামী দৌলত হোসেন মেম্বাররের ছেলে কাশেম ওরফে সম্রাটকে ঢাকা চকবাজার থানা এলাকা হতে ৫ মার্চ গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে সম্রাট বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।
গ্রেপ্তারকৃত দৌলত হোসেন মেম্বার এর বিরদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। দৌলত মেম্বার সাত খুন মামলার আসামী নুর হোসেন চেয়ারম্যানের ন্যায় একটি কুখ্যাত নাম। সে চর সৈয়দপুর এলাকার ত্রাস। সন্ত্রাসী বাহিনী দ্বারা একাধিক খুন জখমের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে এলাকার বালু মহল দখল, ভুমি দখল, নদীর ঘাট দখল এবং ট্রান্সপোর্ট ব্যবসার মাধ্যমে তার উত্থান হয়। ইতিপূর্বে ২০০১ সালে তত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন।