নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সকল অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ব্রাজিলেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। মহাদেশীয় এই মর্যাদার আসরে আজ রাতে মাঠে নামছে স্বাগতিক দেশ ব্রাজিল। এখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ভেনেজুয়েলা। ১৩ই জুন রবিবার দিবাগত রাত ৩ টায় শুরু হবে ম্যাচটি।
একদিকে ইউরো অন্যদিকে কোপা আমেরিকা। ফুটবল দুনিয়া এই দুটি আসর বিশ্বকাপের পরই সবচেয়ে মর্যাদা পূর্ণ। ইউরো শুরু হয়েছে ১১ই জুন। আর আজ শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। ইউরো ফুটবলের খেলা বাংলাদেশের সন্ধ্যায়, রাতেও দেখা যাচ্ছে।
কিন্তু যারা কোপা আমেরিকা দেখতে চান, মেসি নেইমারদের কারিকুরি দেখতে চান তাদেরকে রাত জাগতে হবে। আজ থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। ১০৫ বছরের ইতিহাসে এবার আর্জেন্টিনা ও কলম্বিয়াতে খেলা হওয়ার কথা ছিলো। কলম্বিয়ায় রাজনৈতিক আন্দোলন। আর্জেন্টিনায় করোনা। খেলা গেল ব্রাজিলে। তারা লুফে নিলো দক্ষিণ আমেরিকার ১০ দলের এই টুর্নামেন্ট। তবে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে মেসি-নেইমারদের।