নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন নতুন কোর্ট রসূলবাগ এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় ছোহানা (১.৬) মর্মন্তিক মৃত্যু হয়।
জেলা শিক্ষা অফিসের সামনে ১২ এপ্রিল সন্ধ্যা ৬.৩০ টায় যাত্রী সহ একটি ব্যাটারী চালিত অটো রিক্সা বেপরোয়া ভাবে শিক্ষা অফিসের সামনে যাত্রী নামিয়ে দেওয়ার সময় ছোহানার মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয় বলে যানা যায়। মর্মান্তিক আহত ছোহনাকে এলাকার লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পৌছলে কর্তব্যরত চিকিৎসক ছোহানাকে মৃত বলে জানায়। ছোহানা জামালপুর জেলার মেলান্দ থানার বয়রাগাদী এলাকার সবুজের একমাত্র মেয়ে। সবুজ তার মেয়ে ছোহানা সহ পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত নতুন কোর্টের সামনে রসূলবাগ এলাকায় বসবাস করে আসছিল। সবুজ পেশায় চাষাড়া থেকে সাইনবোর্ড এলাকায় চলাচলরত রেগুনা পরিবহনের ড্রাইভার। ছোহানার মৃত্যুর ব্যাপারে ছোহানার বাবা সবুজের সাথে কথা বলতে চাইলে সে কোন কথা না বলে শুধু কাঁদছিল।
ছোহানার মর্মান্তিক দূর্ঘটনার ব্যাপারে ঘটনা স্থলের পার্শ্ববর্তী চায়ের দোকানদার মো. খোকন জানায়, আমি ৬.০০ টা থেকে ৬.৩০ মি. অনুমান সময় দেখলাম যাত্রী নিয়ে অটো রিক্সাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে যাইতেছে। শিক্ষা অফিসের যাওয়ার অল্প সময়ের ব্যাবধানে ছোহানা দূর্ঘটার কবলে পরে। তাকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এ সময় এলাকার লোকজন উত্তেজিত হলে, ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকার লোকজন ব্যাটারি চালিত অটো রিক্সাটি আটকিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আটকিয়ে রাখে। ছোহানার দূর্ঘটনায় মৃত্যু হওয়ায় ছোহানার পরিবার কাউকে দোষী স্ব্যস্থ অনিহা প্রকাশ করে। এলাকার লোকজন ও পরিবার ছোহার ভাগ্যে যা ছিল তাই হয়েছে বলে জানায়।