ব্যাচ-৯২ এর গেট টুগেদার অনুষ্ঠান সম্পন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় আয়োজিত ব্যাচ-৯২ এর গেট টুগেদার অনুষ্ঠান ১২ অক্টোবর শনিবার কাশিপুর ডিক্রিরচর এলাকায় অবস্থিত বাঁধন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের মধ্যে ছিল গান, নাচ, র‌্যাফেল ড্র, পরিচিতি পর্ব ও বিবিকিউ। এছাড়াও নাস্তা-চা,নানা রকমের মুখরোচক খাবার এবং জমজমাট আড্ডা।

দীর্ঘ ২৭ বছর পর এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে উক্ত গেট টুগোদার। স্কুল জীবন শেষে দীর্ঘ ২৭ বছর পর দেখা হয় দুর-দুরান্ত থেকে সহপাঠিদের সাথে। একে অপরের সাথে কুশল বিনিময় করা ছাড়াও কেঁদেও ফেলেছিল কেউ কেউ। আনন্দ ভাগাভাগি করে সবাই মিশে গিয়েছিল স্বার্থক অনুষ্ঠানে। আনন্দের কোনও কমতি ছিলনা ব্যাচ-৯২ এর শিক্ষার্থী সহপাঠিদের মাঝে। তবে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ছাড়াও এতে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের ব্যাচ-৯২ এর ছাত্র-ছাত্রীরা।

তবে দেশের বাইরে থাকায় অনেকেই আসতে পারেননি ঝাকজমকপূর্ণ গেট টুগেদার অনুষ্ঠানে। রায়হান, স্বপন, সারোয়ার, মিজান,মামুন, সুমন-১, সুমন ২, এড.শিমুল, এড.আনোয়ার, মুক্তি, মুকুলসহ অনেকই ছিল অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করার পেছনে। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই একটি সফল গেট টুগেদার সুসম্পন্ন হয়েছে। একটি প্রাণবন্ত অনুষ্ঠান করতে যা যা করার দরকার সবই করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে নৌ-বিহার ও ফ্যামিলি ডে করার দাবি জানিয়েছেন অনেকে।

add-content

আরও খবর

পঠিত