ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা-বেলা সাড়ে ৩টা পর্যন্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সরকারের ঘোষিত বিধিনিষেধের সাথে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চলবে ১৫ জুলাই পর্যন্ত।

এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকাল ৫টা পর্যন্ত। ১৬ই জুন বুধবার পর্যন্ত লেনদেন চলছিল বিকাল ৩টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলছিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ১৬ই জুন বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আজ ১৭ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকাল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ই এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হলাে।

add-content

আরও খবর

পঠিত