ব্যবসায়ীর লাশ উদ্ধার নিখোঁজের ৩ দিনপর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা )  : বুড়িগঙ্গা নদীতে নিখোঁজের ৩ দিন পর ব্যবসায়ী ইব্রাহীমের (৫০) লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ । সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় বুড়িগঙ্গা নদীর ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ইব্রাহীম লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পৌর পূর্ব কাদিরখিল গ্রামের রুহুল আমিনের ছেলে এবং রাজধানী মিরপুরে বাইসাইকেল পার্টস ব্যবসায়ী।

ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফরহাদ জানান, ২০ এপ্রিল দুপুরে ঢাকা থেকে ঈগল-৩ লঞ্চে চাদঁপুর যাওয়ার পথে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নদীতে পড়ে যায়। তখন নিখোজের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করা হয়।

এরপর থেকে পুলিশ নদীতে ব্যাপক উদ্ধার অভিযান চালালেও ইব্রাহীমের সন্ধান পাওয়া যায়নি। সোমবার লাশটি ভেসে নিখোঁজ হওয়া স্থানের পাশেই ভেসে উঠে। পরে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত