নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ): রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালিয়ে জমি জবরদখল করে নেয়ার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার ।
ব্যবসায়ী এমদাদুল হক জানান, মাহনা মৌজায় ৪ শতাংশের একটি বাড়িসহ জমি নিয়ে একই এলাকার রিয়াজ উদ্দিনের সাথে তার দীর্ঘদিন ধরে বিলোধ চলে আসছিল। পরে ওই সম্পত্তি নিয়ে এমদাদুল হক আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। এ দিকে মঙ্গলবার আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ রিয়াজ উদ্দিন, শহিদুল্লাহ, নয়ন মিয়া, আওলাদ হোসেন, আমিনুল ইসলাম, মমিনুল ইসলামসহ ৮/৯জনে মিলে রামদা, চাকু, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইমদাদুল হকের বাড়িঘর ভাংচুর করে ও জমি দখল নেয়ার চেষ্টা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজনকে বাধা দিতে আসলে প্রতিপক্ষের লোকজন জীবনে মেরে ফেলার হুমকী দেয়। এক পর্যায়ে হুমকির মুখে এলাকা ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন এমদাদুল হকসহ পরিবারের সদস্যদের। বর্তমানে ঐ পরিবারটি খোলা আকাশের নীচে আতংকে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে রিয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় শালিসে মাধ্যমে এটা সমাধান করা হয়েছে। আমরা কারো বাড়িতে হামলা ও ভাংচুর করি নাই।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন এ ব্যাপরে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।