নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা চতলার মাঠ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোন কুলছুমের হাতে রক্তাক্ত জখম হলো ভাই নাছির ও ভাবি শিউলী। ৮ র্মাচ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার আমির হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে, কর্তব্যরত ডক্তার স্ত্রী শিউলীর চিকিৎসার ব্যবস্থা নিলেও স্বামী নাছিরের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কহলের জের ধরে মা হাছিনা, ছোট বোন কুলছুম, ভাই বিল্লাল ও তার স্ত্রী মাকসুদার সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয় নাছির ও শিউলীর। এক পর্যায় ঘরে থাকা বটি দিয়ে কুলসুম, ভাই ও ভাবির উপর এলোপাথারি আঘাত করে। পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। আহত শিউলীর হাতে ও পিঠে মারাত্মক যখম হয়। অন্যদিকে নাছিরের কাধে ও শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়েছে। খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাছিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করে।
পরিবারিক সূত্রে জানা যায় বর্তমানে তার অবস্থা আশঙ্খাজনক। এ ঘটনায় জড়িত মা হাছিনা, বোন কুলসুম, ভাই বিল্লাল ও তার স্ত্রী মাকসুদাকে বাড়ীতে আটক করে রেখেছে এলাকাবাসী। এ বিষয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।