নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বোতল কুড়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ফতুল্লা থানাধীন ক্তাবলী বাজারস্থ কাপড় গলির আবদীন বেকারীর ছাদে এই ঘটনাটি ঘটেছে। নিহত বিল্লাল বক্তাবলী গোপাল নগরের আক্তার মিয়ার ভাড়াটিয়া বজলুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে বক্তাবলী বাজারের কাপড় গলিস্থ আবদীন বেকারির ছাদে বোতল কুড়াতে গেলে পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুৎত সংযোগ তারে স্পর্শ হয়ে ঘটনাস্থলে মারা যায় কিশোর বিল্লাল।
এ বিষয় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত জানান, আবদীন বেকারী ছাদে বোতল কুড়াতে গিয়ে পল্লি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায় বিল্লাল।