বৈষম্য সৃষ্টি করা হলে মানুষ আবারো আন্দোলনে ঝাপিয়ে পড়বে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এদেশে সরকারের পরিবর্তন হয়েছে। যদি আবারও সেই বৈষম্য সৃষ্টি করা হয় তবে এদেশের মানুষ আবারো আন্দোলনে ঝাপিয়ে পড়বে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হতে হবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশী শক্তি আর ব্যাবহার করতে পারবে না। টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। কোন জুলুম, খুন, কেন্দ্র দখল থাকবে না। মার্কায় ভোট দিবেন। যেই মার্কা যত ভোট পাবেন সেই পার্সেন্টিজ অনুযায়ী সকল প্রতিনিধি সংসদে যাবে এবং প্রতিনিধিত্ব করবে। যদি সকল দলের আংশগ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এদেশের সকলের প্রতিনিধিই সংসদে যাবে। সম্মিলিতভাবে দেশ পরিচালিত করা যাবে তখন সেটা গণমানুষের সংসদ হবে। গণমানুষের জন্য কাজ হবে সেই সংসদ থেকে।

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহা. দীন ইসলামের সভাপতিত্বে গণ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দীয় কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ।

add-content

আরও খবর

পঠিত