বৈশাখের উৎসবে এডভ্যাঞ্চারল্যান্ডে ছায়া হয়ে থাকছে না:গঞ্জের অহংকার লিলিন মুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৈশাখের উৎসবে মন মাতানো সকল গান নিয়ে র্দশকদের উন্মাদ করতে নারায়ণগঞ্জের গর্ব লিলিন মুন বিভিন্ন জেলায় ভক্তদের মন জয় করে এবার সরাসরি গানের র্মুছনায় থাকছে নিজ জেলার নারায়ণগঞ্জ পঞ্চবটির এডভ্যাঞ্চারল্যান্ড পার্কের গ্যালারীতে। বৃহস্পতিবার ১৪ এপ্রিল বাংলা শুভ নবর্বষ ১৪২৩ উপলক্ষে আর্ন্তজাতিক পার্ক এডভ্যাঞ্চারল্যান্ডে আসছে বিকেল ৫ টায়। যার সুরেলা কন্ঠে ভেসে আসে বাংলার কথা। আমাদের নারায়ণগঞ্জের র্গব, এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে বাংলাদেশের কন্ঠশিল্পীর পরিচয়কে নতুন করে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে। পার্শ্ববর্তী দেশ ভারতও যার কণ্ঠে মোখরিত হয়ে ডাক পাঠিয়েছেন একাধিক বার। শুধু তাই নয় তার একাধিক এলবামে বাংলার নতুন প্রজন্ম দর্শক গ্যালারী থেকে এখন সরাসরি ভক্তদের মাঝে সারি বেধেছে। সুরেলা এই গাইকার জন্ম নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন টাগারপার এলাকায়। বাবা-মায়ের চার বোন এক ভাইয়ের সংসারে বোনদের মধ্যে সবচেয়ে আদরের এই মেয়েটির এ যাবৎ এলবাম বের হয়েছে ৬টি যার মধ্যে উল্লেখিত রয়েছে- না বলা কথা-(২), ছায়া হয়ে, এসোনা অবুঝ মনে, মিক্স হিট বলিয়ম-(২), মন পাজরে ও প্রশ্ন।

বাংলার লক্ষ কোটি দর্শকদের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জের অহংকার লিলিন মুন। তার একক এলবামের কাজ চলছে পুরো উদ্যমে যা অচিরেই আসছে দর্শকদের মাঝে। এরই মাঝে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিডি চয়েজ এর সাথে ৫ বছরের কন্ট্রাকে আসতে একটুও ভুল করেনি আমাদের নারায়ণগঞ্জের শিল্পী লিলিন মুন । এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের স্টেইজ সু করে দর্শকদের মাতিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। এলবামে গান গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীদের সাথে যে তালিকায় রয়েছে আরিফিন রুমি, ইলিয়াস হোসেন, কাজী শুভ, সাজ্জাদ সাধীন সহ অনেক প্রতিষ্ঠিত গায়করা। রয়েছে নিজের কন্ঠে গাওয়া ও নিজেই মডেল তারকা হিসেবে অভিনয় করা চমক প্রর্দশনীয় দুইটি ভিডিও গান- জোনাক জ্বলা নিশী ও ছায়া হয়ে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত