বৈধ গ্যাস পুনরায় সংযোগের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার একাংশে বৈধ গ্যাস সংযোগের দাবিতে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়কে পাইপ ফেলে অবরোধ করে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। আজ ২১ই জুন সোমবার বিকালে দৈলেররবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জোনাল অফিসের সামনে এ সড়ক অবরোধ করে।

বিক্ষোভ কর্মসূচীকালে বক্তব্যে তারা বলেন, এই বৈধ গ্যাস সংযোগ যদি কালকের মধ্যে না দেয়া হয়, তাহলে বিক্ষোভ আরো কঠোর হবে। সব বিক্ষোভকারীরা একটাই দাবি বৈধ গ্যাস সংযোগ পুনরায় দেয়া হোক না হলে আমাদের কর্মসূচি আরো কঠোর হবে বলে তারা অবরোধ চালিয়ে যাবেন বলে ঘোষণা প্রদান করেন।

এতে নারী ও পুরুষ অংশ নেন। এর আগে গত ১০ই জুন সকালে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করে পৌর এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচীতে বৈধ গ্রাহকরা ৭২ ঘন্টার আল্টেমেটাম দিয়ে আন্দোলনের হুমকি দেয়। আল্টিমেটাম ও আন্দোলনের তোয়াক্কা না করে বৈধ গ্রহকদের সংযোগ দেওয়া থেকে বিরত থাকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ফলে দীর্ঘ ১০ দিন অপেক্ষার পর পৌরসভার কয়েক হাজার নারী ও পুুরুষ একত্রিত হয়ে গ্যাস সংযোগ পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করে রাখে। সোনারগাঁও থানা পুলিশ ও উপজেলা প্রশাসন অবরোধকারীদের শান্ত করার চেষ্টা চালিযে যায়।

সড়ক অবরোধের সময় সোনারগাঁও পৌরসভার পৌরসভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, পৌরসভার প্যানেল মেয়র আলী আঁকব, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সহ সভাপতি অপু সারোয়ার, হারুন জয়, ফারুক আহম্মেদ, নজরুল ইসলাম, মিন্টু মিয়া, বদরুল ইসলাম বদুন, পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, গাজী টগর, গাজী আতাবুর, আসরাফ উদ্দিন সুমন, রঞ্জিত বর্মন, কাজল বর্মন সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত