নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : পাগল নামাতে পাগলীর মাইকে ডাক। পাগল তুমি কুমবে নিচে আইও আমি তোমার পাগলনী। সোনারগাঁ উপজেলার কাঁচপুর জামিল খাঁন কমপ্লেক্সের সামনে একটি ১৩০ ফিট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে বসে আছে এক লোক। কিভাবে লোকটি উপরে উঠলো এ নিয়ে চলছে সমালোচনা।
পরে এলাকাবাসী সনাক্ত করে লোকটি একজন পাগল। নাম জাকির পাগল। পাগল কে ওখান থেকে নামানোর জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের লোকজন টাওয়ারের নিচে জড়ো হয়েছেন। এইসময় দেখা যায় আরেক পাগলি তাসলিমা মাইক হাতে নিয়ে পাগলকে নেমে আসার জন্য ডাকছে।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে দেখা যায় কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত জামিল খাঁন কমপ্লেক্সের সামনে একটি ১৩০ ফিট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের উপরে একটি লোক বসে। যেখানে উচ্চক্ষমতা সম্পূর্ণ ভোল্টের বিদ্যুত বইছে। মার্কেটের লোকজন ও পথচারীদের মধ্যে এইসময় চাঞ্চল্য তৈরি হয়।
পরে খোঁজ খবর নিয়ে জানতে পারে লোকটি পাগল। সকালে কোন এক সময় টাওয়ারের উপরে উঠে। বিকাল ৪টা সর্বশেষ খবরে জানা যায় স্থানীয় ও পুলিশের সহায়তায় পাগলটিকে নামানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মামুনুর রশিদ এই বিষয় নিশ্চিত করেছেন।