নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ফতুল্লা কাঠের পুল অঞ্চলে বে-আইনীভাবে বন্ধকৃত কারখানা ক্যাডটেক্স গার্মেন্টস লিঃ খুলে দেওয়া ও ছাঁটাই প্রত্যাহারের দাবিতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকেরা অবস্থান কর্মসূচী পালন করেন। ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনরত শ্রমিকদের নেতা রুবিনা আক্তার। সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সভাপতি আব্দুল হাই শরীফ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম.এ. শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির নেতা দুলাল সাহা, আব্দুস সালাম বাবুল, আঞ্চলিক নেতা মোস্তাকিম, পোশাক কর্মী কামাল ও সাথী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কারখানার মালিক কোন কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছেন। এতে কারখানায় কর্মরত ২৫০০জন শ্রমিকের রুটি রুজির পথ বন্ধ করে দিয়ে তাদের স্বার্থে আঘাত করা হয়েছে। অধিকার সচেতন শ্রমিকদের ছাঁটাই করে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে কারখানাটি বন্ধ করেছে মালিক কর্তৃপক্ষ। উক্ত কারখানার সংকট সমাধানে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে শ্রমিক প্রতিনিধিদের একাধিকবার আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরও সমাধান হয়নি। শ্রমিকরা বিকেএমইএ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়ে অবহিত করার পরও সমস্যার কোন সুরাহা হয়নি। আন্দোলনরত শ্রমিকরা গত ৮দিন ধরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করে আসছে। কারখানার মালিক শ্রমিকদের ন্যায্য দাবীর আন্দোলন নস্যাৎ করার সর্বোচ্চ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দালাল দিয়ে ও পিস্তল মামাদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চায়। মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্য দাবী নিয়ে নানা টালবাহানা করছেন। যার প্রেক্ষিতে ২০ জুলাই বুধবার সকাল ১০টায় বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হবে। সেই সাথে ক্যাডটেক্স গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবীর সমর্থনে সংহতি জানিয়ে সারাদেশে সকল শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সভা সমাবেশ ও মিছিলের কর্মসূচী পালনের ঘোষনা দেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি এড. মন্টু ঘোষ।