বেপরোয়াগামী ট্রাকের ধাক্কায় নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  বন্দরে বেপরোয়াগামী ট্রাকের ধাক্কায় সখিনা বেগম(২৩) নামে এক নারী শ্রমিক নিহতসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ আবদুল মোনায়েম ওয়ার্কশপের অদূরবর্তী স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সখিনা বেগম সুদূর সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের সাহাবুদ্ধিনের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকার গার্মেন্টস শ্রমিক সখিনা বেগম রোববার সকাল ১০টায় বেতন-বোনাস নিয়ে স্বামী সাহাবুদ্দিনের সঙ্গে চিটাগাং রোড হতে (খুলনা ন ১১-০০০৮ নম্বরের)একটি লেগুনা পরিবহণযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ৭/৮জন যাত্রী নিয়ে গাড়িটি বন্দর থানাধীন কেওঢালাস্থ আবদুল মোনায়েম ওয়ার্কশপের সামনে পৌঁছলে এ সময় ঢাকা থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা কুমিল্লাগামী অজ্ঞাত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার পিছনে সজোরে ধাক্কা দিলে যাত্রবোঝাই লেগুনাটি পাশর্^বর্তী কড়ই গাছের সঙ্গে লেগে গাড়ির সামনের আয়না ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং গাড়ির সিটে বসা নারী শ্রমিক সখিনা ও তার স্বামী সাহাবুদ্দিনসহ অন্যান্যরা মারাতœক আঘাতপ্রাপ্ত হয়। এতে গৃহবধূ সখিনা ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও তার স্বামী ও অন্যান্যরা গুরুতর অঅহত হয়। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাক চালক দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত