নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ ফতুল্লার শিবুমার্কেট চৌরাস্তায় এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া উৎসব বাসের চাঁপায় এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার ২রা জানুয়ারী দুপুর ২ টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট চৌরাস্তায় এলাকায় এই র্দূঘটনাটি ঘটে।
জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবুমার্কেট এলাকায় রাস্তা পরাপারের সময় বেপরোয়াগামী উৎসব পরিবহন বাস (ঢাকা মেট্রা-ব-১১-১৫২৯) এর চাঁপায় আব্দুল আলেক (৫০) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহত আব্দুল আলেক ফতুল্লা হযরত শাহজালাল রোলিং মিলের শ্রমিক ছিলেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ মৃত দেহটি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পরে জালকুড়ি থেকে গাড়ি ও ড্রাইভার ইসমাইল (২৯) কে আটক করে থানায় নিয়ে যায়। নিহত শ্রমিক আবদুল আলেক ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকার স্থায়ী বাসিন্দা। সে বর্তমানে পিটালীরপুল এলাকার আবুল মেম্বারের বাসায় ভাড়া থাকত। ধৃত ড্রাইভার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার আবদুল লতিফের ছেলে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়াধিণ রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই আজাহারুল জানান, রাস্তা পারাপারের সময় উৎসব বাসের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক ইসমাঈলকে জালকুড়ি থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।