নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে ৬৭ জন স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক। ২৯ নভেম্বর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচী পালিত হয়। গত ২৬ নভেম্বর থেকে এ অবস্থান কর্মসূচী পালন করছে সারাদেশের ২৬ হাজার স্বাস্থ্যকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যপরিদর্শক উত্তম কুমার সেন, দাবী বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সুব্রত চন্দ্র সরকার, স্বাস্থ্য সহকারী পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ আলম সরকার, এহসানুল করিম সবুজ, মহাদেব কুমার, সজিবমীর, খাদিজা আক্তার, জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে এক যুগে ২৬ হাজার স্বাস্থ্য সহকারীরা ১ লক্ষ ২০ হাজার টিকা কেন্দ্রের মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। সাম্রতিক সময়ে করোনা মহামারীতে ও তাদের দায়িত্ব পালন করেছেন। করোনাকালীন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে ৮ শতাধিক স্বাস্থ্য সহকারী আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অনেকেই। তবু স্বাস্থ্য সহকারীদের পরিশ্রম ও সেবা অনুযায়ীতাদের বেতন বৈষম্য রয়েছে। এই বেতন বৈষম্য দুরকরে স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেডে, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম এবং স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেডে বেতন প্রদান করতে হবে। যতদিন পর্যন্ততাদের দাবী মেনে নেওয়া না হবে ততদিন তাদের সেবা দান কার্যক্রম বন্ধ থাকবে।
বক্তারা আরো বলেন, প্রতি বছর ৫ ডিসেম্বর নয় মাস থেকে দশ বছরের শিশুদের হাম-রুবেলা নামক টিকা দেয়া হয়। আমাদের দাবি মেনে নেওয়া না হলে হাম-রুবেলা টিকা দান কার্যক্রম ও বন্ধ থাকবে বলে হুশিয়ারী দেয় বক্তারা।