বুড়িগঙ্গায় ৪ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় চলাচলকারী নৌযানে অভিযান চালিয়ে এক জন ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ জন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকারীরা হলো : আবু হানিফ মোল্লা (৩৪), মো. রিয়াজ (২৩), নাঈম খান (২৪) ও মো. জানে আলম (৩৯)। ১৯ই জুলাই সোমবার দুপর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফতুল্লা থানাধীন কাশীপুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌ পরিবহন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীতে চলাচলকারী নৌযানসমূহতে সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ না থাকা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, মাষ্টার-ড্রাইভার সনদ না থাকা, সংঘর্ষ এড়িয়ে নিরাপদে চলাচলের বিধান অনুযায়ী চলাচল না করা ও অতিরিক্ত মালামাল বহন করার অপরাধের দায়ে জরিমানা ও সাজা প্রদান করা হয়েছে।

আজ ২০ই জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, নৌপথে চলাচলকারী নৌযানসমূহ এবং সংশ্লিষ্ট সর্বসাধারণকে অনাকঙ্খিত দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত