নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : এবার নারায়ণগঞ্জে বিয়ে বাড়ির খাবার নিয়ে পথের অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাড়িয়েছে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। ১৬ই মার্চ বুধবার মধ্যরাত ১টার দিকে চাষাঢ়া টাউন হলের (জিয়া হলের) সামনে অসহায় ক্ষুধার্ত মানুষদের খাবার বিতরণ করা হয়। ১৫০ প্যাকেট করে এসময় দিন মজুর, ক্ষুধার্ত রিক্সাচালক সহ পথে থাকা বিভিন্ন অসহায় ক্ষুধার্ত মানুষের হাতে বিয়ে বাড়ির খাদ্য তুলে দেন।
এরআগে নারায়ণগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে এক বিয়ের অনুষ্ঠানে খাবার বেশী হওয়ায় জাগ্রত সংসদের পক্ষ থেকে রাগীব হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি দল খাবার সংগ্রহ করে তারা ১শ ৫০টি প্যাকেটে প্যাকিং করেন।
এ সময় রাগীব ভূঁইয়া বলেন, আমরা সমাজ সেবা করতে এবং অসহায় মানুষের পাশে থাকতেই ভালোবাসি। এবং তাদের সুখ দু:খ ও বিপদ আপদে পাশে থেকে নিজেদের গর্বিত মনে হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম বিভোর, মিশুক সাহা, প্রিতম হায়দার, পিয়াস হায়দা, সাঈদ মোস্তফা মান, সাকিব ওসমান, আহনাফ, রাজু সহ অনেকেই।