নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের ব্যাবসায়ীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ফোর ডিজাইন প্রাইভেট লি.। ২৬ রমজান, ৯ই মে রবিবার বিসিক শিল্প নগরীতে ফোর ডিজাইন প্রাইভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: আতাউর রহমানের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে.বি নিটিং এর পরিচালক আসুতোষ সাহা, ভোলাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আতাউর, ফাহিম টেক্সটাইল মিলস লি. এর স্বত্তাধিকারী ডা. শাহীন সহ অন্যান্য নিটিং মিল এর মালিকগন।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২১-২০২৩ইং এ অংশগ্রহন করা কামাল-মিজান এর নেতৃত্বাধীন নিটিং মালিক ঐক্য ফোরামের সদস্যবৃন্দ। প্যানেলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.সিরাজুল ইসলাম চৌধুরী, দুলাল হোসেন, মো.সাইদ, মো.আক্তার হোসেন, মো.হাসান ভুইয়া, মো.মহসিন মৃধা, মো.জাকির হোসেন, মো.হুমায়ুন কবির, মো.দেলোয়ার, মো.ফারুক, মো.উমর ফারুক, মো.মোক্তার, মো.সেলিম, গোলাম মাওলা, জাকির জে আর এস, মাহফুজ, রাকিব, মিজান (মালিহা), মিজান (পাওয়ার)।