বিসিএসে উত্তীর্ণ সকলের চাকুরীর মানবিক আবেদন !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি  ) : আমি খোরশেদ আলম ৩৫তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজন চাকুরী প্রার্থী। আমি ৩৫তম বিসিএস পরীক্ষাসহ মোট তিনটি বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি; কিন্তু বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আমাকে পদ স্বল্পতার কারণে নন-ক্যাডার হিসাবে সুপারিশ করে। অদ্যাবধি নন-ক্যাডার থেকে চাকুরীর জন্য সুপারিশপ্রাপ্ত হইনি। তাই ৩৫তম বিসিএসে নন-ক্যাডার থেকে চাকুরীর জন্য সুপারিশপ্রাপ্ত হই কিনা জানি না!

উল্লেখিত মানবিক আবেদনটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল-

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বিগত ৩০ আগস্ট, ২০১৬ ইং তারিখে সরকারের শুন্য পদের সংখ্যা জানতে চেয়ে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে চিঠি পাঠান। উক্ত পত্রের বরাত দিয়ে বিডিটুডে.নেট ৫ অক্টোবর, ২০১৬ ইং তারিখের শিরোনাম করে“চাকুরী দিতে ‘বসে আছে পিএসসি, সাড়া নেই মন্ত্রণালয়গুলোর”।পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, শূন্যপদে নিয়োগের জন্য আমরা বসে আছি, মেধাবী ছেলেমেয়েরাও পরীক্ষা দিয়ে বসে আছে। আমাদের জানালেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিতে পারবো। (সূত্রঃবাংলানিউজ২৪.কম)।

অথচ সংসদে এক প্রশ্নের জবাবে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতর এবং দফতরগুলোতে তিন লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে। (সূত্রঃ ১৬ জুন, ২০১৬ ইং দৈনিক ইত্তেফাক)। দৈনিক প্রথম আলোর ১০ আগস্ট, ২০১৬ ইং তারিখে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, “নন-ক্যাডার প্রথম শ্রেণির ৩৯ হাজার ৫৬৪টি এবং দ্বিতীয় শ্রেণির ৩০ হাজার ৪২২টি পদ শূন্য রয়েছে। এই বছর অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে সকল জেলা প্রশাসক মহোদয়  অত্যন্ত জোড় দিয়ে বলেছেন, মাঠ পর্যায়ে পর্যাপ্ত জনবলের অভাবে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। এই থেকে সহজে অনুমেয়, একদিকে প্রয়োজনীয় লোকবলের অভাবে মন্ত্রণালয়গুলোর সাধারণ কার্যাবলী বিঘ্ন হচ্ছে, দেশের জনগণ তাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না; একইসাথে পালা দিয়ে বাড়ছে মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সমস্ত কার্যজট; অন্যদিকে মন্ত্রণালয়গুলো কোন উদ্দেশ্য সামনে রেখে পিএসসি’র কাছে জনবলের চাহিদা পাঠাচ্ছে না? পিএসসিতে জনবলের চাহিদাপত্র না পাঠিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিয়মিত তরুণ নতুন জনবল নিয়োগের মহান দায়িত্ব পালনে ব্যঘাত করছে। মন্ত্রণালয়গুলো কেন দেশে জনবলের এমন কৃত্রিম সংকট তৈরি করছে? আমরা আশাবাদী, প্রতিটি মন্ত্রণালয় পিএসসি’র পত্রে সাড়া দিয়ে জনবলের চাহিদাপত্র অনতিবিলম্বে পিএসসিতে পাঠাবে।

তবেই আমরা ৩৫তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৩৫৯ জন নন-ক্যাডার এবং বিসিএসে উত্তীর্ণ সকলে একটি চাকুরীর নিশ্চয়তা পাবে। বেকারত্বের অভিশাপ মুক্ত হবে দেশ! হতাশামুক্ত হবে চাকুরী প্রত্যাশী তরুণ সমাজ! এমতাবস্থায়, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, ‘শেখ হাসিনা’, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর প্রতি সদয় সুদৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করি, ৩৫তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৩৫৯ জন নন-ক্যাডারের প্রাণের আকূল আকুতি শুনবেন এবং মানবিক বিবেচনায় আমাদের নিয়োগের প্রয়োজনীয় সুব্যবস্থা গ্রহণ করবেন।

বিনীত নিবেদক

খোরশেদ আলম

৩৫তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত