বিষাক্তপানি দিয়ে ৩ লক্ষাধিক মৎস হত্যা, ডেজলিং গার্মেন্টস এর বিরুদ্ধে মামলা প্রস্তুতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( প্রেস বিজ্ঞপ্তি ) : মৎস চাষের পুকুরে ডাইংয়র ক্ষতিকারক বর্জ ফেলার কারণে তৎক্ষনাত ছটফট করে মৃত্যুর মুখে ঢলে পরলো কয়েক লক্ষ কার্ব জাতীয় মাছ। সকালের সোনা রোদে মরে ভেসে থাকা রূপালী মাছের এ করুণ দৃশ্যের আজ স্বাক্ষী হলো হাজীগঞ্জ পাঠানটুলী ও পানির কল এলাকার সাধারণ মানুষ।

নড়েচরে উঠলেন নগর কতৃপক্ষ, সংবাদ পাওয়া মাত্র তারা ছুটে গেলেন ঘটনাস্থলে। তবে দোষি ডাইং ফেক্টরীর মালিককে ডাইংয়ের কেমিক্যাল মিশ্রিত বিষাক্তপানি শোধন না করে আশপাশে ফালানোর নিষেধাজ্ঞা জারী করে হুশিয়ার করেই দায় সারলেন নারায়ণগঞ্জ নগর ভবন কতৃপক্ষ।

অপরদিকে দোষি ডেজলিং গার্মেন্টস এন্ড ডাইং লিমিটেড সিটি কর্পোরেশনের নির্দেশনা থোরাই কেয়ার করে পুনরায় ডাইং চালানোর ঔদ্ধত্য প্রকাশ করায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠেছেন এবং উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় ডেজলিং গার্মেন্টস এন্ড ডাইং লিমিটেড-এর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হতে পারে বলে অনেকেই আশংকা প্রকাশ করছেন।

হাজীগঞ্জ মাজার সংলগ্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই পুকুরটিকে গত ৬ বছর ধরে লিজ নিয়ে নিয়মিত মৎস চাষ করছেন স্থানীয় যুবক সালাউদ্দিন উজ্জল।

তিনি জানান, পুকুরটিতে চাষকৃত প্রায় ৩লক্ষাধিক বিগ্রেট, পাঙ্গাস ও কারফু মাছের পোনা ইতোমধ্যেই মরে ভেসে উঠেছে। এছাড়াও ২/৩ হাজার দুই-আড়াই কেজি ওজনের পাঙ্গাস মাছও মরে ভাসছে বলে দেখা যাচ্ছে। উজ্জল বলেন এতে করে প্রায় ছয় লক্ষাধিক টাকার আর্থির ক্ষতির মধ্যে নিপতিত হলেন তিনি।

ডাইংয়ের কেমিক্যাল মিশ্রিত বিষাক্তপানিতে মৎস হত্যার অপরাধে দোষি ডেজলিং গার্মেন্টস এন্ড ডাইং লিমিটেড-এর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি গ্রহন করছেন বলেও সালাউদ্দিন উজ্জল জানান।

add-content

আরও খবর

পঠিত