নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দৃষ্টি ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি এই স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক বিশ^ সাদাছড়ি দিবস পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা। ৯ নভেম্বর বুধবার দুপুরে ইসদাইর এলাকায় সংগঠনটির কার্যালয়ে সকলের মাঝে সাদাছড়ি (অন্ধ সহায়ক লাঠি) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম লিমন এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা উম্মে কুলসুম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ। এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মান্নানসহ প্রতিবন্ধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।