নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউজ বিশ্বরঙের ২২ তম জন্মদিন। এখানে থাকছে (ইচ্ছে পূরণ) শিরোনামে ভিন্ন ধারার এক আয়োজন। যেখানে থাকছে এক দিনের জন্যে বিশ্বরঙের মডেল হবার সুযোগ। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। বুধবার ২০ ডিসেম্বর দুপুর ১২টায় দুইদিন ব্যাপি আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, মৌটুসি বিশ্বাস, নাদিয়া আহমেদ, কাজী নওসাবা আহম্মেদ, হেয়ার এক্সপার্ট কাজি কামরুল ইসলাম, কন্ঠ শিল্পী দিলশাদ নাহার কনা, সপ্নিল সজিব, আবৃত্তি শিল্পী সাইমুল ইসলাম পুলকসহ আরও অনেকে।
জন্মদিন উদযাপনের এই আয়োজন প্রসঙ্গে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, বিশ্বরঙ সকলের মাঝে কাজ করতে চায়। যেহেতু নারায়ণগঞ্জ শহর থেকেই বিশ্বরঙের পথচলা শুরু তাই এই শহরের প্রতি রয়েছে আমাদের আলাদা ভালোবাসা ও শ্রদ্ধাবোধ। তাই বিশ্বরঙের এই ভালোবাসা ও এই শহরের মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া থেকেই মূলত এই আয়োজন। প্রসঙ্গত, আয়োজনটি ২০ ও ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।