বিশ্বকাপ বাছাই : আফগানদের রুখে দিলো বাংলাদেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বিশ্বকাপ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। জেতার মতো ফুটবল খেলতে পারেনি জেমি ডের দল। বিবর্ণ ফুটবলেও বাংলাদেশ ১ পয়েন্ট পেয়েছে আফগানদের গোল মিসের মহড়ায়। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। আজ ৩ই জুন বৃহস্পতিবার কাতারের দোহায় আমিরুদ্দিন শরিফীর গোলে আফগানিস্তান এগিয়ে গেলেও তপু বর্মণের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখনো (ই) গ্রুপের তলানীতেই রয়েছেন জামাল ভূঁইয়ারা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে আমিরুদ্দিন শরিফীর গোলে এগিয়ে যায় আফগানিস্তান। এর পরে বাকিটা সময় দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। বদলি হিসেবে মানিক হোসেন , মোহাম্মদ আব্দুল্লাহরা নামার পর বাংলাদেশের আক্রমণের গতি বেড়ে যায়। ৮৪ মিনিটে তপুর গোলে সমতায় ফেরে বাংলাদেশ। মোহাম্মদ রাফির ব্যাক হেড বুক দিয়ে নামিয়ে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান সেন্টারব্যাক তপু।

বাংলাদেশ একাদশ :

আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।

এদিকে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ৪ হার বাংলাদেশের। ভারতের বিপক্ষে ড্রয়ের পর আফগানদের রুখে দিয়ে দ্বিতীয় পয়েন্টের দেখা পেল লাল-সবুজরা।

add-content

আরও খবর

পঠিত