নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর দেওভোগ আখড়া এলাকার বিশিষ্ট থান কাপড় ব্যবসায়ী ও সমাজসেবী মাসদাইর লিচুবাগ মোড়স্থ আরিফ মঞ্জিল নিবাসী মো: আবদুল কাদির আর নেই।
রবিবার দিবাগত রাত ১টার সময় তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে মরহুম আবদুল কাদির স্ত্রী, ১ ছেলে এবং ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ দেওভোগ সাকীম আলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবার-পরিজনরা যাতে এই শোক ভুলতে পারেন সেজন্য মহান আল্লাহর দরবারে বিশেষে মোনাজাত করা হয়। পরে নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।