নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাসদাইর নিবাসী ও বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী পুলিশ লাইনস্থ রহমান নীট গার্মেন্টস এর চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান (৫৯) বিকেএমইএর সম্মানিত সদস্য রবিবার রাত ৯:৪০ মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে হৃদ রোগের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)।
সোমবার বাদ জোহর মাসদাইরস্থ জাতীয় ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে মাসদাইর সিটি কর্পোরেশনে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান ও ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাজা সাবেক নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রাশেদ রাশু, বিকেএমই এর অর্থ বিষয়ক সহ সভাপতি জিএম ফারুক, আলহাজ্ব শেখ মোহাম্মদ হোসেন, ইব্রাহীম চেঙ্গিস, সাইফুল ইসলাম, আতাউর রহমান মেম্বার, শেখ হাফিজুর রহমান, আলহাজ্ব আব্দুস সালেম, আলহাজ্ব আব্দুর রফিক বেপারী, আনোয়ার হোসেন, আলহাজ্ব মনির হোসেন শেখ, এরিবস স্কুলের চেয়ারম্যান ফারুক হোসেন সহ মাসদাইর এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুর খবর গত রাত্রে মাসদাইর ও কালিবাজার এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। মিজানুর রহমান মিজান একজন স্বচ্ছ সৎ আলাপি ধার্মিক ব্যক্তি ছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন। আমিন।