নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে তানজিনা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের পর কত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় বাগলা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতেই গৃহবধূর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত তানজিনা আক্তার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি সলিমুল্লা আকন্দবাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
নিহত তানজিনার পিতার দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ মাস আগে তানজিনা আক্তারের সঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বড় বাগলা এলাকা মৃত আবুল কাশেম মোল্লার ছেলে সোহরাব ওরফে তোরাব মোল্লার সঙ্গে বিয়ে হয়। তানজিনা আক্তারকে বিয়ে করার আগে সোহরাব আরো তিনটি বিয়ে করেন। তানজিনা আক্তারকে বিয়ে করার সময় সোহরাব আগের বিয়ের বিষয়টি গোপন রাখেন। পারিবারিক বিষয়াদি নিয়ে সোহরাবের সঙ্গে তানজিনা আক্তারের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সোহরাব সোহরাব তানজিনাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। পরে ভাবি জোহরা তানজিনা আক্তারের বড় বোন তাহমিনাকে ফোন দিয়ে জানায় তানজিনা অনেক অসুস্থ্য তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে তানজিনা আক্তারকে একটি বেশরকারি হাসপাতেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।