নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরে ধারালো ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন অজ্ঞাত এক যুবক। অজ্ঞাত ঐ যুবককে প্রবেশে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ৪ জনকে আহত করেছেন । ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় বিমান বন্দরের তিন নম্বর গেটের কাছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় তিন নম্বর গেট দিয়ে বিমান বন্দরে প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। তল্লাশিতে তাঁর কাছে ধারালো ছুরি পাওয়ায় বাধা দেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত এক আনসার সদস্যকে কোপাতে কোপাতে গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন তিনি। এ সময় সেখানে দায়িত্বরত এপিবিএন ও আনসার সদস্যরা ঐ যুবককে বাধা দিতে গেলে তিনি তাঁদের ও অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এপিবিএন ও আনসার বাহিনীর ৪ সদস্য আহত হন।
অজ্ঞাত ঐ যুবক বিমান বন্দরের ভেতরে প্রবেশ করে এক বিদেশগামী যাত্রীর ওপর হামলা চালান ।তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবকের নাম জানা যায়নি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, ঐ যুবককে থামাতে গুলি ছোড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত যুবকটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে। যুবকের অস্ত্রের আঘাতে আহত ৪ জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।