নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জিম্মি সঙ্কটের অবসান ঘটেছে। কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। বিমানের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।