নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নারায়ণগঞ্জ কলেজ। আজ ২৮শে মার্চ রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ৮ উইকেটে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ কে হারিয়ে ফাইনালে উঠে নারায়ণগঞ্জ কলেজ। এর আগে জেলা ও জোন পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে নারায়ণগঞ্জ কলেজ।
বঙ্গবন্ধু কলেজ ১৫ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৬৭ রান করেন। পক্ষান্তরে নারায়ণগঞ্জ কলেজ ৬ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৭০ রান করে নারায়ণগঞ্জ কলেজ ফাইনালে উঠেছে। আগামী ৩০শে মার্চ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে ফাইনালে অংশগ্রহণ করবে তারা। নারায়ণগঞ্জ কলেজের পক্ষে ২৩ রান করে সর্বোচ্চ রান করেছেন শাহরিয়ার এবং ৩ উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট পান শিহাব।
এদিকে, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা ও কলেজের ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেম। তাছাড়া কলেজ টিমের কোচ মাকসুদ উল আলম ও কলেজ শিক্ষক আরিফ মিহির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।