বিপুল পরিমান ইয়াবাসহ ৩ যুবক ফতুল্লায় গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমানের ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৩০ই জুলাই শুক্রবার বিকাল ৬টার দিকে ফতুল্লা থানাধীন রগুনাতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো :  মো. আজম খলিফা (৩৩), ইমাম (২৮) এবং মো. শরিফ আহম্মেদ ওরফে হৃদয় (২৮)। অভিযানকালে ৪ হাজার ২০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মটর সাইকেল ১টি উদ্ধার করে র‌্যাব।

আজ ৩১শে জুলাই শনিবার বেলা সাড়ে ৫ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত