নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা চোরাচালানের সাথে জড়িত মো. রাজু (৩২) এবং মো. আবুল কাশেম (৩২) দুই যুবককে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই ফেব্রুয়ারি সোমবার সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃত যুবক আসামীদের কাছ থেকে ৯শত ৯৮টি ভারতীয় শাড়ী, ৩শত ২২টি ভারতীয় লেহেঙ্গা, চোরাচালানের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করে র্যাব। আসামী মো. রাজু কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কাপ্তান বাজার এলাকার মৃত মো. শফিক এর ছেলে এবং অপর আসামী মো. আবুল কাশেম একই জেলা ও একই থানাধীন আমড়াতলী এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
১৪ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ী, থ্রী-পিস ও লেহেঙ্গা নিয়ে এসে মিনি কাভার্ডভ্যান এর চালক ও সহযোগীর ছদ্মবেশ ধারণ করে পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। চোরাকারবারীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।