বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে পারাটাই আমাদের ঈদ আনন্দ : টিম খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ২২শে জুলাই বৃহস্পতিবার। ঈদের ২য় দিন টিম খোরশেদ এর ২২২ ও ২২৩  তম করোনা আক্রান্ত মৃতদেহ দাফন। বৃহস্পতিবার বিকাল ৪:৩৫ মিনিটে করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বন্দর থানার বন্দর ইউনিয়নের তিনগাও গ্রামের সেতারা বেগম (৬০) মৃত্যু বরণ করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা মরহুমার মৃতদেহ হাসপাতাল থেকে সংগ্রহ করে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে গোসল ও জানাযা শেষ করে রাত সাড়ে ১০টার দিকে মরহুমাকে বন্দর থানার নবীগঞ্জ কবরস্থানে দাফন সম্পূর্ণ করেন।

নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মো.শাহাবুদ্দিন রাত ১০ টায় ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের আহবানে মরহুমের মৃতদেহ (২২৩ তম) হাসপাতাল থেকে সংগ্রহ করে গোসল ও জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ী বন্দর থানার কুশিয়ারায় দাফনের জন্য টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা রাত ১২.২০ মিনিটে রৌওনা হয়ে ২২ই জুলাই দিবাগত রাত ২.৩০ মিনিটে দাফন সম্পূর্ণ করেছেন।

সেই দিন লাশ দাফন টিমে ছিলেন হাফেজ শিব্বির, ইউপি সদস্য রোজিনা আক্তার, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মো.শহীদ, রিজন অর্নব ও নাঈম মোল্লা।

ঈদের সময়ে দিন রাত করোনা আক্রান্তদের সেবা প্রদান ও মৃতদেহের দাফন কাজে ব্যস্ত থাকা নিয়ে টিম খোরশেদ এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে পারাটাই আমাদের ঈদ আনন্দ। আমাদের পরিবার পরিজনও দীর্ঘদিনে তা মেনে নিয়েছেন। তিনি করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স, প্লাজমা ও মৃতদেহ দাফন-সৎকারের জন্য যেকোন সময় ফোন দিয়ে, সেবা নেয়ার আহবান জানিয়েছেন।

যোগাযোগ নাম্বার :
০১৭১৭-১৭৮২৪২
০১৯১৪-২৯৫৬১২

add-content

আরও খবর

পঠিত