নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে র্যাব-১১ এর সদর দপ্তর আদমজীনগর সিদ্ধিরগঞ্জ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার সদর মডেল থানার কাউরিয়া পাড়া এলাকার আব্দুল সাত্তার মিয়া ছেলে মো. সজিব মিয়া(২৭), হাজী মো. আফজালুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান রাজু (২৬), আবু কালামের ছেলে মো. আলামিন মিঞা (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর মডেল থানাধীন সেবা সংঘের মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ওই অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে করে ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলিসহ ০১ টি ম্যাগাজিন, ০১টি চাপাতি ও ০১টি রামদা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নরসিংদী সদর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণ এর মধ্যে আতংঙ্ক সৃষ্টি করে আসছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নরসিংদী সদরের কাউরিয়া পাড়া এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ রানার বাসায় প্রকাশ্যে হামলা ও অস্ত্র প্রদর্শন করে।
গ্রেফতারকৃতরা স্বীকার করে, উদ্ধারকৃত অস্ত্রটি হামলার সময় আসামী সজিবের হাতে ছিল। সন্ত্রাসী কর্মকন্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একাধিক মামলা রয়েছে।