নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬৮ বছরের ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেড দ্বি-বার্ষিক (২০২০-২০২১) নিবার্চনে ফলাফল ঘোষণার পর রাগীব হাসান ভুইয়াকে ফুলের মালা পরিয়ে দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী। তাছাড়া ইউনাইটেড ক্লাব নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্ধিতা করার মত কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় কোষাধ্যক্ষ পদে রাগীব হাসান ভুইয়া নির্বাচিত হওয়ায় বিজয়ের হাসিতে হাসলে তিনি।
গত ২৬ই মে বুধবার ফতুল্লার ধর্মগঞ্জে অনুষ্ঠিত ইউনাইটেড ক্লাব লিমিটেড দ্বি-বার্ষিক (২০২০-২০২১) নিবার্চনটি অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সম্পন্ন হয়েছে। ২৬ই মে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলে। এতে সহ সভাপতি পদে ও সদস্য পদে ভোট গ্রহন হলেও তবে এর আগে প্রতিদ্বন্ধিতা করার মত কোন প্রার্থী না থাকায় সভাপতি, সিনিয়র সহ সভাপতি, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ইউনাইটেড ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন আহমেদ এ ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্টপোষক ও আপিল বিভাগের চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী। তাছাড়া নির্বাচন পরিচালনায় ছিলেন সহ নির্বাচন কমিশনার সেলিম হোসেন ও মাহবুবুর রশিদ জুয়েল।
এদিকে ইউনাইটেড ক্লাব লিমিটেড দ্বি-বার্ষিক (২০২০-২০২১) নিবার্চনে সভাপতি নজরুল ইসলাম হিরু, সিনিয়র সহ সভাপতি ইফতেখার উদ্দিন আহমেদ, সহ সভাপতি মিজান প্রধান, এম এ মান্নান, দিলীপ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ পদে রাগীব হাসান ভুইয়া, সদস্য পদে শফিউল্লাহ, আব্দুল আল মামুন, নাজির হোসেন সিজন, নুর আলম সিদ্দিকি, আলী রতন নাম ঘোষণা করে আনুষ্ঠানিক নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ।
জানা যায়, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ক্লাব দি ইউনাইটেড এসোসিয়েশন বর্তমানে ইউনাইটেড ক্লাবে রূপান্তরিত হয়েছে। ক্লাবে রূপান্তরিত হওয়ার পর এই প্রথম দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন করা হয়। তাছাড়া ইউনাইটেড ক্লাব লিমিটেড দ্বি-বার্ষিক (২০২০-২০২১) নিবার্চনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত প্রার্থীদের ব্যাপক সমর্থক ও ভোটারদের আস্থা এবং সমর্থনে তারা এগিয়ে থাকায় তাদের সাথে প্রতিদ্বন্ধিতা করার মত কেউ ছিলো না। তাই তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।