নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর বর্তমান পরিচালনা পর্ষদের বর্ধিত সময়ের মেয়াদে বেশ কয়েকজন নতুন মুখ আসতে পারে। রবিবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০১৪-২০১৬ বছরের পরিচালনা পর্ষদের সর্বশেষ মাসিক সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চলতি মাসের ২১ সেপ্টেম্বর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ সম্পন্ন হবে। পরবর্তী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এর অনুমোদনের পরিপ্রেক্ষিতে বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বে আগামী ৬ মাসের বর্ধিত সময়ে দায়িত্ব পালন করবেন। ওই বর্ধিত সময়ের কমিটিতে বেশ কয়েকজন নতুন মুখ কমিটিতে অর্ন্তভূক্ত করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে সর্বশেষ মাসিক সভায় উপস্থিত ছিলেন, বিকেএমইএ প্রথম সহ সভাপতি এ এইচ আসলাম সানি, দ্বিতীয় সহ সভাপতি মনসুর আহম্মেদ, সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, পরিচালক মঞ্জুরুল হক, হাবিবুর রহমান, মজিবুর রহমান, জামাল পাশা, শ্যামল কুমার সাহা, আলমগীর কবির, সেলিম মাহবুব, শেখ হায়দার আলী পুতুল, ইমরান হোসেন মিঠু, মোহাম্মদ আজাদ সহ অন্যান্য পরিচালক বৃন্দ।