নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলা কমিটি পুর্নগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১২ জানুয়ারি মঙ্গলবার বিকালে ভূইঘর দারুচ্ছূন্নাহ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা এর হল রুমে এ আলোচনা সভা আয়োজন করা হয় । কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি ও শিক্ষা মন্ত্রনালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য মো. হারুন অর রশিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ–সভাপতি সুলতান মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগের কুতুবপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, সহ–সভাপতি কবি সুরুজ্জামান ও কার্য নির্বাহী কমিটির সদস্য মো. শাহ্ আলম প্রমুখ । এ সময় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলা কমিটি পুর্নগঠন করা হয় ।
মো.মেহেদী হাসানকে সভাপতি, মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক, আরমান শাহজাদাকে সাংগঠনিক ও খন্দকার রিপনকে অর্থ সম্পাদক করে ৩৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । এ সময় নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলার মাদ্রাসায় কর্মরত জেনারেল শিক্ষক–শিক্ষিকা উপস্থিত ছিলেন ।