বিএমএ নির্বাচন : ভোট গণনাকালে ডাক্তারদের হট্টোগোল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমেএ) নারায়ণগঞ্জ শাখার নির্বাচনের পর ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে ডাক্তারদের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্ন্ত শান্তিপূর্ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ভোট গণনাকালে রাত সোয়া ১১টার দিকে হঠাৎ একে অপরের উপর চড়াও হয়ে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ডা. আতিকুজ্জামান সোহেল ড. নিজাম উদ্দিন আলী প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আলোক কুমার সহ-সভাপতি প্রার্র এক ব্যালট (ভোট) রি-কাউন্টের দাবি জানান। এসময় নির্বাচন কমিশনের সদস্যরা বলেন, এটা পরে রি-কাউন্ট করা হবে। এ নিয়ে হৈ চৈ শুরু করে উভয় পক্ষের লোকজন। কারণ দুই প্যানেল থেকে ৫ জন করে ১০ জন এবং স্বতহন্ত্র প্যানেলের সভাপতি প্রার্ ড. শাহ নেওয়াজ চৌধুরী গণনার কেন্দ্রের ভেতর ছিলেন। এদিকে হৈ চৈ শুনে ভেতরে ডুকার চেষ্ট করেন ডা. ইকবাল বাহার, ডা. দেবাশীষ প্যানেলের সভাপতি প্রার্থী ডা. ইকবাল বাহার।তিাকে বাধাদেয় ক্ষের প্যানেল সমর্করা। এ নিয়ে তার সমর্করা তর্বিতর্ করলে ছুটে আসে প্রতিদ্বন্দ্বী প্যানেল ডা. আতিকুজ্জামান, ডা. নিজামউদ্দিন আলীর গ্রুপের অন্যান্য সমর্করা। শুরু হয় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।

দুই গ্রুপের মাঝে পড়ে এএসপি পদমর্যাদার পুলিশের এক কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তার নাম মিনাজ আহমেদ। তিনি ঢাকা ‍পুলিশ হেড কোয়াটারের এএসপি, ডা. ইকবাল বাহারের চাচাতো ভাই বলে জানা যায়। তিনি ঘটনাস্থলে সাদা পোশাকে উপস্থিত ছিলেন ইকবাল বাহারের পক্ষে।

এদিকে হাতাহাতির এক পর্যায়ে ইকবাল বাহার প্যানেল দপ্তর সম্পাদক ইউসুফ আলী (ব্যালট নং-১) তে রাইফেলস ক্লাবের বাইরে ডা. আতিকুজ্জামান সোহেল নিজেই বেধড়ক মারধর করেন। মারামারির ঘটনায় রাত ১১ টা ১৫ মিনিট থেকে রাত ১২টা ৫ মিনিট পর্যন্ত ভোট গণনা বন্ধ ছিল। পরিস্থিতি শান্ত হওয়ার পর আবার ভোট গণনা শুরু হয়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ঘটনাস্থলে যান। তারপরে যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। চরম হৈ চৈ হট্টোগোলের এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়ে আসে। তবে উভয় প্যানেলের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। অপরদিকে খবর পেয়ে ফতুল্লা থানার ওসি শাহ মঞ্জুর কাদের ঘটনাস্থলে আসেন।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে বিএমএ নারায়ণগঞ্জ শাখার ভোটগ্রহন হয়। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে দুই প্যানেলের প্রার্থীরা গণমাধ্যমকে জানান।

add-content

আরও খবর

পঠিত