বিএনপি প্রার্থী ও আওয়ামী যুবলীগ পাল্টাপাল্টি রূপগঞ্জে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে পোষ্টার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে ও নেতাকর্মীদের হুমকি অভিযোগে বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির ও আওয়ামী যুবলীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করেন তারা। সন্ধ্যা সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনিত প্রার্থী (ধানের শীষ) কাজী মনিরুজ্জামান মনিরসহ বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

কাজী মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেন, প্রথম দিনের প্রচারভিযানে তারাব থেকে ভোলাব পর্যন্ত ধানের শীষ প্রতিকের পোষ্টার টানানো হয়। আর ওই সব পোষ্টার যুবলীগ নেতাকর্মীরা ছিড়ে ফেলে। বিএনপির নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে নানা ভাবে হুমকি দিচ্ছে যুবলীগ নেতাকর্মীরা।

অপর দিকে, সাড়ে ৬টায় রূপগঞ্জ উপজেলার যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ যুবলীগ নেতাকর্মীরা পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ সময় মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, রূপগঞ্জে বিএনপি তিন ভাগে বিভক্ত। কাজী মনিরুজ্জামান মনির, অ্যাড. তৈমুর আলম খন্দকার ও মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে দল থেকে মনোনয়ন দেয়া হয়। এর পর কাজী মনিরুজ্জামান মনিরকে চুড়ান্ত করে দলটি। তারা তাদের কোন্দল মেটাতে না পেরে তারা নিজেরাই নিজেদের পোষ্টার ছিড়ে যুবলীগকে দোষারুপ করছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

add-content

আরও খবর

পঠিত