বিএনপি নেতা রাসেল ও হযরত আলী রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাশকতার মামলায় বিএনপির নেতা রাসেল মাহমুদ ও হযরত আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামীদের হাজির করেন সদর থানা পুলিশ। আগে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন পুলিশ। পরে উভয় পক্ষের শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় ২৯ জন এজাহার ভুক্ত আসামী এর মধ্যে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামী পক্ষের হয়ে মামলার শুনানীতে অংশ নেন এডভোকেট সরকার হুমায়ূন কবীর, এডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী ভূইয়া, এডভোকেট আজিজুর রহমান মোল্লা, এডভোকেট আনোয়ার প্রধান, এডভোকেট খোরশেদ আলম মোল্লা, এডভোকেট ওমর ফারুক নয়ন, এডভোকেট মীনা,এডভোকেট সুমন মিয়া প্রমূখ।

প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার পথে বুধবার (৭ নভেম্বর) দুপুরে সদর মডেল থানায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস আই মজিুবর রহমান।

এ মামলায় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ্য করে ৩৫ জনকে অজ্ঞতনামা আসামী করা হয়। সেই মামলায় বিএনপির নেতা রাসেল মাহমুদ ও হযরত আলীর বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

add-content

আরও খবর

পঠিত