বিএনপি নেতা আনিসের মাতার ইন্তেকালে কাউন্সিলর শকু, খোরশেদ ও তিন পঞ্চায়েতের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি )  : বুধবার ৩১ আগস্ট ভোর ৪ টায় মিশনপাড়া নিবাসী স্থানীয় পঞ্চায়েত নেতা আলহাজ্ব আবুল কাশেম (৬৭) ঢাকা ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন, দীর্ঘদিন ধরে তিনি বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন ও ৩০ আগস্ট মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে ডনচেম্বার নিবাসী মরহুম আঃ খালেক এর স্ত্রী বিএনপি নেতা আনিসুর রহমানের মাতা  সুফিয়া বেগম (৭৩) নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, তিনিও দীর্ঘদিন  ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

আলহাজ্ব আবুল কাশেমের জানাজার নামাজ বুধবার বাদ যোহর মিশনপাড়া মোড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিএনপি নেতা আনিসের মাতার জানাজার নামাজ সকাল ১১ টায় ডনচেম্বার মোড়ে অনুষ্ঠিত হয়। মিশনপাড়া পঞ্চায়েত নেতা আলহাজ্ব আবুল কাশেম ও আনিসের মাতার লাশ মাসদাইর সিটি গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে আলহাজ্ব আবুল কাশেম স্ত্রী, তিন কন্যা, এক পুত্র ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামী  ৩ সেপ্টেম্বর শনিবার বাদ আসর মিশনপাড়া বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। শনিবার কূলখানীতে উপস্থিত থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় সকলেন প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুম আলহাজ্ব আবুল কাশেমের একমাত্র পুত্র শাহিন। বিএনপি নেতা আনিসের মাতা মৃত্যুকালে ৪ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব আবুল কাশেম ও সুফিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ১২ নং ওর্য়াড কাউন্সিলর শওকত হাসেম, ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মিশনপাড়া  ডনচেম্বার পঞ্চায়েত ও বাগে জান্নাত পঞ্জায়েত পরিষদ। মরহুম ও মরহুমার জানাজার নামাজে শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত