নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অভিযানে বন্দরে বিএনপির নেতা কর্মী বাড়ি ছাড়ায় মাঠ এখন আওয়ামীলীগের দখলে। ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, বন্দর থেকে বিশাল নেতাকর্মী নিয়ে গণসমাবেশে যোগ দেওয়ার কথা ছিলো বিএনপির। পুলিশের অভিযানে তারা এখন বাড়ি ছাড়া। আর কোন ঝামেলায় পরতে চায় না বলে জানান বিএনপির নেতা। বিভিন্ন ইস্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্ঠা করছে বিএনপি বলে জানান আওয়ামীলীগ নেতা। বন্দরের আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সমাবেশ ঘিরে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ বলেন, সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, ইউরোপ কান্ট্রি গুলো যখন অর্থনৈতিক ভাবে ও খাদ্য সংকটে ভুকছে ঠিক সেই সময় বিএনপি তার রাজনৈতিক সদইচ্ছা পূরণের স্বার্থে বিভিন্ন ইসু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্ঠা করছে কিন্তু এদেশের মানুষ কোন ভাবেই এ অগণতান্ত্রিক ইসু নিয়ে আন্দোলন করাকে সমর্থন করেনা এবং করবে না। জাতির স্বার্থে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটা কর্মী হতন্ত্র প্রহরের মত কাজ করে যাচ্ছে। আগামী দিনেও বিএনপি জামাতের সমস্ত ষড়যন্ত্রমূলক ইস্যুকে যে কোন কিছুর বিনিময়ে পতিহত করা হবে। এ জন্য বন্দর উপজেলা আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মী সর্বসময় সর্বক্ষেত্রে সর্ব পরিস্থিতিতে প্রস্তুত আছে। সাবেক উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল বলেন, এখন আর কোন মন্তব্য করতে চাই না, এমনি অনেক ঝামেলায় আছি, আর কোন ঝামেলায় পড়তে চাই না।