নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম আবারো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৩ই এপ্রিল মঙ্গলবার রাত ৮ সাড়ে টায় বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
তার পরিবারের সদস্যরা আরও জানান, রাতে হঠাৎ করে এ্যাড. আবুল কালাম অসুস্থ হলে তাকে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র প্রেরণ করা হয়। বর্তমান সেখানে তিনি চিকিৎসাধীন আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।
এ বিষয় তার একমাত্র ছেলে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা বলেন, আল্লাহর অশেষ রহমতে আব্বুর বর্তমান অবস্থা খুব ভালো। আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রæত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আছে। আমি দেশবাসী সহ দলের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করছি।