বিএনপির জন্য অমঙ্গল, যারা আলাদা ঐক্যের কথা বলেন : অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ ই জুন বিকালে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করেন ১নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠন। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার পারভেজ আহম্মেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার।

এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ জেলার জন্য কাজী মনিরুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন। বেগম জিয়া সকলকে নির্দেশ দিয়েছেন কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। তাই কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে যারা জেলা বিএনপির সাথে থেকে কাজ করবেন তারাই বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। বেগম জিয়া এবং তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে যারা আলাদা ঐক্যের কথা বলেন তারা বিএনপির জন্য অমঙ্গল।

তিনি আরও বলেন, আওয়ামীলীগের নীতি-কর্ম এদেশের মানুষের জন্য কখনোই ইতিবাচক নয়। আওয়ামীলীগের গত ৪৬ বছরের রাজনীতি হল দেশের মানুষকে দেশী বিদেশী লগ্নিকারীদের কাছে বন্ধক রেখে সেখান থেকে টাকা নিয়ে সেগুলো লুটপাট করে বিদেশে পাচার করা। আওয়ামীলীগ প্রতিদিন মানুষের কাধে ঋনের বোঝা বাড়াচ্ছে। অবৈধ সংসদে সর্বশেষ উত্থাপিত বাজেটের ফলে আজকে যে শিশুর জন্ম হবে তার দেনা হবে ছিচল্লিশ হাজার টাকার অধিক। গত বছর তা ছিল চল্লিশ হাজার টাকা। এর অর্থ হল আওয়ামীলীগ যতদিন ক্ষমতায়  থাকবে ততদিন মানুষের কাধে ঋনের বোঝা বাড়তে থাকবে। তাই আমাদের এই সংগ্রাম তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত চলবে । কারন তারেক রহমানের হাত দিয়েই এদেশের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

এছাড়াও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ফজলুর রহমান খান, মোঃ রিয়াজুল ইসলাম, যুবদল নেতা মনির গাজী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত