নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দলের উদ্যোগে ছাত্রদলের সাবেক সভাপতি, জাকির খানের সহচর ও গলাচিপা এলাকার কৃতি সন্তান আব্দুল আজিজ বাচ্চুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৮ আগস্ট সোমবার বিকালে বাদ আছর জেলা বিএনপির কার্যালয়ে মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানা মৎসজীবী দলে সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মরহুম বাচ্চু ছিলেন শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক এবং দলের নিবেদিত প্রাণ। বিএনপির আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় রাজপথে লড়াকু সৈনিক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন নেতা কর্মীদের একজন আস্থাভাজন এবং জাকির খানের বিশ্বস্ত সহচর হিসেবে সর্বদাই সক্রিয় ছিলেন। তার স্মৃতিচারণ করে আমরা আজকে নিজেদেরকে গর্ববোধ করছি। কারন তিনি ছিলেন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার একজন প্রকৃত সৈনিক। আজ এ ক্ষুদ্র পরিসরে তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার ব্যবস্থা করা ছাড়া আমাদের আর কিছুই তাকে দেয়ার নেই। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একজন সদালাপি এবং ত্যাগী নেতা। তাই মহান আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহপাক যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শোকন, সদর থানা মৎসজীবী দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সভাপতি মনির মল্লিক, মাকিদ মোস্তকিম শিপলু, রাজু, আহম্মেদ. জাহিদ হোসেন, উজ্জল হোসেন ও মরহুম আব্দুল আজিজ বাচ্চুর ছোট ভাই আব্দুল আজিজ ইমন প্রমুখ।
উল্লখ্য, গত ২৫ জুলাই সোমবার তার নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ঐ দিন বাদ যোহর জানাযা শেষে কাশিপুর ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।