নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোতালের বাগ এলাকায় সমাজ সেবক মো. জাকির হোসেন এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এতে সার্বিক সহযোগীতা ও আয়োজন করেছেন হাসান সাওন।
এসময় করোনা প্রাদুর্ভাবে কর্মহীণ হয়ে পড়া অসহায় তিন শত দিনমজুর শ্রমজীবী পরিবারের মানুষদের বাড়িতে গিয়ে তারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসমগ্রী পৌছে দেন। প্রতিটি প্যাকেটে তাদের জন্য রয়েছে চাল, ডাল, আলু, লবন, সোয়াবিন তেল সহ সুরক্ষা সামগ্রী। এছাড়াও জনসচেতনতা অবলম্বনে তাদের সকলকে বাড়িতে অব্স্থান করার জন্য অনুরোধ জানায়।
কোতালের বাগ যু্ব সংগঠনের সার্বিক তত্ত্বাববধায়নে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সৈকত, সাদ্দাম, সাগর, আল আমিন, জাকির প্রমুখ।