বাড়িতে দাওয়াত দিয়ে এনে খুন করলো বন্ধু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে উপর্যপুরি ছুরিকাঘাতের পর জবাই করে হত্যা ঘটনায় অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। হত্যার দায় স্বীকার করেছে হত্যাকারী। পাওনা টাকা আদায় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়িতে দাওয়াত করে নির্মমভাবে হত্যা করে তারই বন্ধু। গত ১ এপ্রিল পুলিশ উপজেলার তারাবো পৌরসভার ঐরাবো এলাকা  থেকে নিহতের গলা কাটা লাশ উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাহিদ মাসুম জানান, গত ১ এপ্রিল সিলেট জেলার জালালাবাদ থানার নন্দীগাঁও এলাকার আলাউদ্দিনের ছেলে সালেহ আহমেদ (২৫) এর গলাকাটা লাশ উপজেলার তারাবো পৌরসভার ঐরাবো এলাকার এইচআরবি ইট ভাটার উত্তর পাশে স্থানীয় রুহুল আমিনের জমি থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। পরে নিহতের পরিচয় উদঘাটনে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে ছবি আপলোড করা হয়। এরপর প্রায় ১০/১২ দিন পর লাশের পরিচয় পায় তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় মামলা হওয়ার পর আসামী ইমরান হোসেন পলাতক রয়েছেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৭ই এপ্রিল শনিবার ইমরানকে গ্রেফতার করলে পুলিশের জিজ্ঞাসাবাদে ইমরান হোসেনকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ইমরান হত্যার বর্ননা দেয় গত ৩১ই মার্চ রাতে তারই বন্ধু সালেহ আহম্মেদকে দাওয়াত করে তার বাড়িতে আনেন। রাতের থাবারের পর রাত ১২ টার দিকে ইমরান তার বন্ধু সালেহ আহমেদকে ঐরাবো এলাকার এইচআরবি ইট ভাটার উত্তর পাশে স্থানীয় রুহুল আমিনের জমিতে নিয়ে প্রথমে উপুর্যপুরী ছুরিকাঘাত করা হয়। পরে সে মাটিতে লুটিয়ে পরলে তাকে জবাই করার পর মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যায় খুনী।

add-content

আরও খবর

পঠিত