নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে র্যাবের বিশেষ অভিযান চালিয়ে মোঃ হাবিবুলাহ (৪০) নামে এক মাদক মাদক ব্যবসায়ীকে ৪শত পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করেছে র্যাব-১১ দল। ১৬ আগস্ট রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামী মো. হাবিবুলাহ এর বাড়ি আড়াইহাজার থানাধীন ডেমারচর এলাকায়। সে মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে। অভিযানকালে তার থেকে থেকে দুটি মোবাইল উদ্ধার করে র্যাব সদস্যরা।
১৬ আগস্ট রবিবার বেলা ৪টায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. সুমিনুর রহমান এক সংবাদ বিবৃতে জানান, হাবিবুলাহ আড়াইহাজার থানার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে নিজ বাড়িতে থেকেই কৌশলে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছে বলে সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানা যায়। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানায়, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা নারায়ণগঞ্জ এর আড়াইহাজার থানা শহর ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।