বাহাদুরি দেখানোর কিছু নাই : এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পৃথিবীতে বাহাদুরি দেখানোর কিছু নাই। পরের শ্বাসটা নিতে পারব কি-না জানি না। আমার মৃত্যুর পর আমার জন্য আপনার মনটা যেন কাঁদে সেটাই চাই। কবরে চলে যাবার পর যদি কেউ ফুলের পাপড়িও নিয়ে আসে সেটাই বড় পাওয়া। আমি সৃষ্টিকর্তাকে খুশি করতে চাই।

শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৪ তম জন্মতিথি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মার্চ) নগরীর নবাব সলিমউল্লাহ রোড সংলগ্ন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত এক আলোচনা সবায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

এমপি শামীম ওসমান আরও বলেন, আমার মাও নাই, বাবাও নাই। আপনাদের কাছে একটু আশীর্বাদ চাই। আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমার মৃত্যুর পর আমার জন্য মানুষ যেন আফসোস করে সেই কাজটা যেন করে যেতে পারি।

তিনি আরও বলেন, কে কোন ধর্মের আমি বুঝি না। আমি দুই রকমের মানুষ চিনি, একজন ভালো আরেকজন খারাপ মানুষ। এই দুনিয়া ক্ষণস্থায়ী। মানুষের ভেতরই সৃষ্টিকর্তার বসবাস। নিজেকে যে সম্মান করে না সে কাউকেই সম্মান করতে পারে না। কোন ধর্মই খারাপ কথা বলে না, সবই শান্তির কথা বলে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, এফবিসিসিআইয়ের পরিচালক দিলীপ আগারওয়াল, শ্রী রাম কৃষ্ণদেবের জন্মতিথি উৎসব কমিটির সভাপতি গৌরাঙ্গ দে, শিল্পপতি সমীর গুপ্ত, সরোজ কান্তি সাহা, পরিতোষ কান্তি সাহা প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত